“প্লেট টেকটনিক থিওরি বরঞ্চ একটা সীমাবদ্ধতা নিয়ে এসেছে ভূতত্ত্ববিদ্যাতে, সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ-এর মতো “Circle of success” আমি সবকিছুই এটার মধ্যে দিয়ে পাই panacea-এর মতো একটা ব্যাপার শুরু হলো”-আলাপচারিতায় প্রফেসর নিবিড় মণ্ডল-দ্বিতীয় পর্ব
এলেবেলে শারদসংখ্যার ই- ম্যাগাজিন এবার আপনার হাতের মুঠোয়। এবারের শারদ সংখ্যায় থাকছে স্বনামধন্য লেখকদের নির্বাচিত প্রবন্ধ ও গল্প। থাকছে কচিকাঁচাদের বিভাগ। আর থাকছে কিছু এলেবেলে এক্সক্লুসিভ মজার বিভাগ।
ম্যাগাজিন প্রকাশনা ও ওয়েবসাইট দেখভালের জন্য এবারে আমরা নামমাত্র একটা মূল্য রাখতে বাধ্য হয়ছি এই ম্যাগাজিনটির। তাছাড়া আপনার প্রদত্ত মূল্যের একটা বড় অংশ আমরা বাচ্চাদের শিক্ষার কাজে বিতরন করব।
মাত্র ৫০/- টাকার বিনিময়ে সংগ্রহ করে নিন এলেবেলে শারদ সংখ্যাটি।
শারদীয়াটি আমাদের ওয়েবসাইট বা অ্যাপ থেকেই পড়তে হবে, ডাউনলোড হবে না।
কিভাবে কিনবেন তার বিশদ বিবরণ পাবেন এখানে।
Research Scholar,
Department of Earth Sciences,
IIEST, Shibpur