ব-দ্বীপের বহিঃপ্রকাশ
965 বার লেখাটি পঠিত হয়েছে ~~~ ধুলো, বালি, ঝাঁটা পৃথিবীতে কিছু প্রক্রিয়া নিরবচ্ছিন্ন ভাবে চলে। যেমন, পৃথিবীর আহ্নিক গতি। একদম জন্মলগ্ন থেকে এই প্রক্রিয়া কখনোই থামেনি, হয়ত গতির পরিমাপ পরিবর্তিত হয়েছে, কিন্তু শূন্য হয়ে যায়নি। এরকম আরেকটি নিরবচ্ছিন্ন পদ্ধতি হল সেডিমেন্টেশন (sedimentation) বা অধঃক্ষেপন। ক্ষেত্র বিশেষে, সেডিমেন্টের (sediment) প্রকৃতি এবং পরিমান পরিবর্তিত…