উচ্চ রক্তচাপ: কারণ, লক্ষণ, প্রভাব এবং প্রতিকার
1,133 বার লেখাটি পঠিত হয়েছে ~~~ কলকাতা শহর থেকে বেশ অনেকটা দূরেই গ্রাম বাদকুল্লা। গ্রাম বললেও ভুল হবে, মফস্বল বললে ঠিক বলা হয়। সেখানেই বসেছিল সৃজাদের মেডিক্যাল ক্যাম্প। গত দু’বছর আগেও এরকমই একটা ক্যাম্পে যোগ দিয়েছিল ওরা। সপ্তাহব্যাপী ক্যাম্পের প্রায় প্রতিদিনই ভালো রকম ভিড় হচ্ছিল। স্থানীয় মানুষদের জন্য বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধের ব্যবস্থা…